পর্যটকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ।
আসুন জেনে নিই, ১৫০.৮৭ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে কোন কোন স্টপেজে রেল দাঁড়াবে!
চট্টগ্রাম থেকে-
চট্টগ্রাম > জান আলীর হাট > পটিয়া > দোহাজারি > সাতকানিয়া > চকোরিয়া > ডুলাহাজারা > রামু > কক্সবাজার
কক্সবাজার থেকে-
কক্সবাজার > রামু > ডুলাহাজারা > চকোরিয়া > সাতকানিয়া > দোহাজারি > পটিয়া > জান আলীর হাট > চট্টগ্রাম
ভাড়া:
বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার যেতে ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৫৫ টাকা, আর সর্বোচ্চ ৬৯৫ টাকা।