যে কলেজ সবুজে ঘেরা

ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ

উত্তর চট্টগ্রাম ও চট্টগ্রাম সিটির সন্ধিস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী কলেজ ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ। শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে ১৯৭০ সাল থেকে।
সিটি কর্পোরেশন এলাকায় গড়ে উঠলেও এই কলেজের ৭০% ছাত্র-ছাত্রী গ্রামের স্কুল-মাদ্রাসা থেকে পাস করে আসা সুপ্ত মেধার শিক্ষার্থী।

FCCDC স্তম্ভ

কলেজের গেইট দিয়ে ঢুকলেই সারি সারি গাছ আপনাকে স্বাগত জানাবে। একটু সামনে গেলেই চোখে পরবে অসম্ভব সুন্দর “FCCDC স্তম্ভ”। কলেজের পরিচয় বহন করে চলেছে সবুজ পাতাবাহার দিয়ে গড়ে ওঠা এই স্তম্ভ।


এর পাশেই আছে পুকুর। যেটি কলেজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ছাত্র-ছাত্রীদের গ্রুপ স্টাডির জন্য আছে পুকুরের পূর্ব পাড়ে সবুজে ঘেরা গাছগাছালি, যেটা মেধার বিকাশ ও নেতৃত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত একটি পরিবেশ।

শহীদ মিনার

কলেজের উত্তর-পূর্বকোনে আছে ভাষা শহীদদের জন্য নির্মিত শহীদ মিনার। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে, ছাত্র-ছাত্রীরা শপথ নিচ্ছে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার।

শহীদ মিনারের পাশেই আছে বিশাল কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ার গোধুলির রঙে রাঙানো ফুলগুলো, ছাত্র-ছাত্রীদের তেজস্বী হয়ে গড়ে ওঠার শিক্ষা দিচ্ছে।

 

ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ, পুরো ক্যাম্পাসই সবুজে ঘেরা। তাই প্রকৃতিপ্রেমীরা এ কলেজের নাম দিয়েছেন ” সবুজ কলেজ”। আর ছাত্র-ছাত্রীদের মাঝে এটি “সবুজ ক্যাম্পাস” নামেই পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *