যে লক্ষণ গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয়জন আপনার সাথে প্রতারনা করছে কি না!
ভালোবাসা এমন একটি বিষয়, যার মধ্যে দুজনের সমান গুরুত্ব থাকা দরকার। ভালোবাসা সুন্দর একটি অনুভূতির নাম। অনেকে সুন্দর এই অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবাসাকে টাইমপাস বা মজাতে নিয়ে যায়। আবার অনেকে এই ভালোবাসাকে অনেক যত্ন করে আগলে রাখতে চাই। যে লক্ষণ গুলো দেখলে আপনি বুঝবেন পারবেন আপনার প্রিয়জন আপনার সাথে মাইন্ড গেম খেলছে কিনা –
১. অসম্মান করা
ভালোবাসা হলো শ্রদ্ধা, সম্মান। যখন দেখবেন আপনার প্রিয়জন আপনাকে অসম্মান করে,,কথায় কথায় ছোট করে,, বন্ধুূ বা বান্ধবীদের সামনে আপনাকে নিয়ে খারাপ ভাবে মজা করে। তাহলে বুঝবেন আপনার সাথে মাইন্ড গেইম খেলছে।
২. ক্ষমা না চাওয়া
ভুল করা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। আর এ ভুলের জন্য অনুতপ্ত হওয়া মানুষের মহান মানবীয় গুন। তবে আপনার প্রিয়জন যখন ভুল করেও অনুতপ্ত হবে না। অনুতপ্ত হওয়ার পরিবর্তে ভুলটা আপনার উপর চাপিয়ে দিবে। তখন আপনাকে নতুন করে ভাবতে হবে যে, সে আপনার সাথে প্রতারনা করেও, ভুলকে ভুল মনে করবে না।
৩. কথার গুরুত্ব না দেওয়া
পারষ্পরিক শ্রদ্ধাবোধ যে কোনো সম্পর্ককে সুন্দর বন্ধনে আবদ্ধ করে রাখে।
প্রিয়জনই যখন আপনার কথার মূল্য দিবে না। আপনার চাওয়া-পাওয়ার গুরুত্ব যখন তার কাছে কম দেখবেন। অর্থাৎ নিজে যখন তাঁর কাছে গুরুত্বহীন হয়ে পরবেন, নিজেকে সরিয়ে নিন।
৪. রাগ বা অভিমানেও মনে আঁচড় না কাটা
প্রিয়জনের রাগ ভাঙানো ভালোবাসার সুন্দর একটি পার্ট।
আপনার রাগ বা অভিমানে যদি তাঁর মনে আঁচড় না কাটে, তাহলে বুঝে নিবেন তার কাছে সম্পর্কের গুরুত্ব নেই,,সে আপনার সাথে মাইন্ড গেইম খেলছে। আস্তে আস্তে সরে আসুন।
৫.জটিল করা
প্রতারকরা সাধারণ বিষয়কেও অনেক জটিল করে ফেলে।
আপনি সম্পর্ক নিয়ে সিরিয়াস হলে,সে আপনাকে সবকিছু জটিল ভাবে বুঝানোর চেষ্টা করবে। ভালোবাসা যে সুন্দর একটা অনুভূতি, সেটি আপনি ধীরে ধীরে ভুলে যেতে থাকবেন।
এই লক্ষণ গুলো দেখলে বুঝতে পারবেন সে আপনার সাথে প্রতারনা করছে।
তবে ভালোবাসা বিচিত্র এ অনুভূতি। যা কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় না।