১১২জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা লেখক ইমাম

আজ ”MS সেরা লেখক প্রতিযোগিতা – ২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাঠক ভোটে ‍নির্বাচিত জনপ্রিয় ৫ লেখক ও আয়োজক কমিটি কর্তৃক মনোনীত ৫ জন লেখকের নাম ঘোষণা করা হয়। সেই সাথে ঘোষণা করা হয় সেরা লেখকের নাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নঈমউদ্দীন হাসান তিবরিজী স্যার, ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম স্যার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ আবু জাহেদ স্যার, বাংলা বিভাগের অধ্যাপক জনাব রুবিনা আক্তার ম্যাডাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ মঈনউদ্দীন স্যার, ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব মোঃ নাজিম উদ্দিন স্যার, গণিত বিভাগের অধ্যাপক জনাব মোঃ মহিউদ্দিন স্যার প্রমুখ।

১১২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ”MS সেরা লেখক প্রতিযোগিতা – ২০২৪” -এ সেরা লেখক হওয়ার গৌরব অর্জন করে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ ইমামুল হক।

১ অক্টোবর ২০২৪ইং থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২৪ইং পর্যন্ত ছিল প্রতিযোগিতায় অংশগ্রহনের সময়সীমা। পাঠক ভোটে ‍নির্বাচিত হয় জনপ্রিয় ৫ লেখক ও আয়োজক কমিটি কর্তৃক মনোনীত হয় ৫ জন লেখক, মোট ১০ জন থেকে বিচারক মণ্ডলী বাঁচাই করেন “MS সেরা লেখক প্রতিযোগিতা-২০২৪” -এর সেরা লেখক।

জনপ্রিয় লেখক কেটাগরি

১ম

নাম: ফারহানা আক্তার 

শ্রেণি : একাদশ; বিভাগ : বিজ্ঞান; রোল :১৮

প্রতিষ্ঠান: ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ

২য়

সৈয়দ ইমামুল হক 

বিজ্ঞান: বিভাগ; রোল: ১১; দ্বাদশ শ্রেণি

প্রতিষ্ঠান: ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ

৩য়

নাম: মাইশা তাজরিন

রোল:৭৭৯; বিভাগ:মানবিক;

শিক্ষা প্রতিষ্ঠান:ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ।

৪র্থ

নাম: সুমাইয়া আক্তার

রোল: ৭৮; বিভাগ: বিজ্ঞান;

প্রতিষ্ঠান: ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ

৫ম

নামঃ ওমর ফায়েজ মির্জা 

বিভাগঃ ব্যবসায়ী শিক্ষা; রোলঃ ৩১৯; এইচএসসি ব্যাচ ২০২৪

 প্রতিষ্ঠান: ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ 


মনোনীত লেখক কেটাগরিতে

১ম

নাম- আমজাত হোসেন রিপন 

রোল-৮৫৪; বিভাগ -মানবিক

প্রতিষ্ঠান -ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ

২য়

নাম: ফাতেমা তুজ জোহরা

রোল:০৪; বিভাগ:বিজ্ঞান; এইচএসসি ব্যাচ ২০২৪

প্রতিষ্ঠান: ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ।

৩য়

নাম:মোমিনুল ইসলাম তানসিম

শ্রেনী:একাদশ(বিজ্ঞান); রোল:১১

প্রতিষ্ঠান: ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ

৪র্থ

নাম :জান্নাতুল নাঈম জোয়াইরিয়া

রোলং :০৩; শ্রেণি :৮ম

প্রতিষ্ঠান: ফয়জুল উলূম মাদরাসা

৫ম

নাম: নাফিসা ইসলাম।

শ্রেণী :২য় বর্ষ; বিভাগ :মানবিক; রোল :৫০২

প্রতিষ্ঠান :চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *