স্মার্টফোনের ব্যক্তিগত সব কিছু নিমিষেই চলে যেতে পারে অন্যের কাছে। এটা কি সম্ভব!
হ্যাঁ এটা সম্ভব। এখন প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। মোবাইল ফোনে রাখা আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, পাসওয়ার্ড হ্যাক করে নিজের প্রয়োজনীয় সব তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। হ্যাকাররা আপনার প্রয়োজনীয় তথ্য চুরি করে,, আপনাকে নানাভবে বিরক্ত করতে পরে। তাই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে।
আসুন জেনে নিই, স্মার্টফোন ব্যবহার করার সময় যে বিষয় গুলো আপনার মনে রাখতে হবে।
১. সব জায়গায় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন।
২. ফ্রী wifi ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
৩. নিষিদ্ধ ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ, তাই এগুলোতে প্রবেশ করবেন না।
৪. সন্দেহের লিস্টে আছে, এমন ওয়েবসাইটে যাওয়া থেকে বিরত থাকুন।
৫. অ্যাপ ইনস্টল করার সময় পারমিশন বা অনুমতি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন।
৬. বিভিন্ন লিংকে ক্লিক করার সময় হ্যাকাররা আপনার মোবাইলে স্পাই ডুকিয়ে দিতে পারে। তাই অপরিচিত কারো দেওয়া লিংকে ক্লিক করবেন না। লিংক দেওয়া ম্যাসেজ সাথে সাথে ডিলিট করে দিন।
৭. কেউ আপনার অজান্তে আপনার মোবাইলে ঝুঁকিপর্ণ সফটওয়্যার ইনস্টল করে দিয়ে, আপনার মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এ বিষয়েও সতর্ক হোন।
সাজেস্টেড – ১, ৬, ৭
মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তাই মোবাইলকে প্রয়োজনীয় কাজেই সীমাবদ্ধ রাখুন। প্রয়োজনীয় কাজ সেরে মোবাইল রেখে দিন। আশেপাশের মানুষদের সময় দিন, আর নিজের জন্যেও সময় রাখুন। প্রকৃতিকে উপভোগ করুন।