পৌরনীতি ও সুশাসন
১ম পত্র, ১ম অধ্যায়
১. পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Civics
২.’CIVITAS’ শব্দের অর্থ কি?
উত্তরঃ নগর রাষ্ট্র
৩. প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?
উত্তরঃ নগর রাষ্ট্র
৪.”নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি” উক্তিটি কার?
উত্তরঃ ই. এম. হোয়াইট
৫.’Civis কোন ভাষার শব্দ?
উত্তরঃ ল্যাটিন
৬. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?
উত্তরঃ ই এম হোয়াইট
৭.’Civis’ শব্দের অর্থ কি?
উত্তরঃ নাগরিক
৮. প্রাচীর গ্রিসে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান ছি?
উত্তরঃ নগররাষ্ট্র
৯. নিচের কোনটি নগররাষ্ট্রের উদাহরণ?
উত্তরঃ প্রাচীর গ্রিস
১০. তুমি কেন পৌরনীতি পাঠ করবে?
উত্তরঃ পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সর্বাধিক কল্যাণ সাধন করাই এর মূল উদ্দেশ্য। পৌরনীতি পাঠের মাধ্যমে আমি আমার রাষ্ট্রীয় অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারব। এর পাশাপাশি আমি পৌরনীতি পাঠের মাধ্যমে সুনাগরিকতা, দেশপ্রেম ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারব। তাই আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি পৌরনীতি পাঠ করব।