লিখুন, পুরস্কার জিতুন!!!

কেমন হয়! ফেসবুকে পোস্ট করেই যদি পুরস্কার পান!

”MS সেরা লেখক প্রতিযোগিতায়” অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন পুরস্কার।

প্রতিযোগিতার বিষয়: আমি_হতে_চাই

প্রতিযোগিতার নিয়মাবলীঃ

১. ৬ষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

২. লেখা পোস্ট করতে হবে এই গ্রুপে – https://www.facebook.com/groups/moeensir

৩. #আমি_হতে_চাই  < এটা দিয়ে পোস্ট শুরু করবে। পোস্ট ১০০ শব্দের বেশি হবে না।

৪. পোস্ট করা যাবে ০৪/১১/২০২৩ইং রাত ৮ টা পর্যন্ত। ৪ঠা নভেম্বর ২০২৩ইং, রাত ৮টার পরের “লাইক, রিএক্ট” গননা করা হবে না।

৪. প্রতিযোগিতা চলাকালিন সময়ে নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। 

রেজিস্ট্রেশন লিংক> www.mowmaci.com/BestWriter

৫. লেখা কপি/চুরি করা যাবে না। সম্পূর্ণ লেখা নিজের হতে হবে। লেখা কপি প্রমানিত হলে রেজিস্ট্রেশন বাতিল হবে। 

৬. পোস্টে নাম, রোল ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

৭. Fake ID & বিদেশি ID-র লাইক/রিএক্ট গ্রহণযোগ্য না। এধরনের অর্থাৎ অস্বাভাবিক লাইক/রিএক্টের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮. বিস্তারিত তথ্যের জন্য: “মঈন স্যার, রাষ্ট্রবিজ্ঞান” ফেসবুক পেইজ।

বাছাই পদ্ধতিঃ

১. পোস্টে সর্বাধিক like, love react & Care react এর ভিত্তিতে জনপ্রিয় ৫ জন লেখক বাছাই করা হবে।

শর্তঃ

ক) গ্রুপের মেম্বার হয়ে লাইক/রিএক্ট দিতে হবে। ফলে অস্বাভাবিক লাইক/রিএক্ট আসবে না।

খ) বিদেশি আইডির রিএক্ট গ্রহণযোগ্য না।

গ) অসদুপায় প্রমাণিত হলে পোস্ট বাতিল।

২. আয়োজক কমিটি মনোনীত করবেন ৩ জন লেখক।

যে যে বিষয়ের উপর ভিত্তি করে ৩ জন লেখক মনোনীত হবেনঃ

ক) সুন্দর উপস্থাপনা 

খ) শুদ্ধ বানান

গ) পোস্টের কমেন্ট

৩. জনপ্রিয় ৫ জন এবং মনোনীত ৩ জনের মধ্য থেকেই বিচারকমন্ডলী বাছাই করবেন ১ জন “সেরা লেখক”।

পুরস্কার সমূহ:

  • সেরা লেখক – ২০০০টাকা(১ জন)
  • মনোনীত ৩ জন লেখক পাবেন বিশেষ পুরস্কার
  • জনপ্রিয় ৫ জন লেখক পাবেন সৌজন্য পুরস্কার

৩ thoughts on “লিখুন, পুরস্কার জিতুন!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *